এই প্যাকেজটি গত রামাদানের। 
প্যাকেজটি উপডেট হবে। 
====================
🕋 রমাদান মাসের প্রথম দশকের
উমরাহ গ্রুপ প্যাকেজে বুকিং চলছে।
=============================
🕋রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন “
যে ব্যক্তি রামাদান মাসে উমরাহ করলো সে যেন আমার সাথে হজ্জ
করলো”। (বুখারি, হাদিস : ১৭৮২)
👉 প্যাকেজের বিস্তারিতঃ
♦ এই সফরে শরীয়াহ্ কনসালট্যান্ট হিসেবে থাকবেন প্রখ্যাত আলেমে-
দ্বীন প্রফেসর শায়েখ মোখতার আহমাদ স্যার।
♦উমরাহর সময়কাল: ১৩ রাত – ১৪ দিন।
♦ তারিখঃ
▶১২ মার্চ ২০২৪।
♦ফ্লাইটঃ ট্রানজিট ফ্লাইট।
বিমানঃ এমিরেটস।
♦️রুটঃ ঢাকা- জেদ্দা – মদিনা – ঢাকা।
1 EK 583 G 12MAR DACDXB KK35 TC 0955-2 1320-2 Y-G
2 EK 803 G 12MAR DXBJED KK35 TC 1545-2 1800-2 Y-G
3 EK 810 G 25MAR MEDDXB KK35 TC 1755-1 2120-1 Y-G
4 EK 582 G 26MAR DXBDAC KK35 TC 0145-2 0810-2 Y-G
♦সুপার ইকোনমি প্যাকেজ মূল্যঃ
▶️১৬৫,০০০/ টাকা ( এক রুমে ৪-৫ জন)
*️⃣ ১৫,০০০/ টাকা অতিরিক্ত ( এক রুমে ৩ জন)।
*️⃣ ৩৫,০০০/ টাকা অতিরিক্ত ( এক রুমে ২ জন)।
♦ ইকোনমি প্যাকেজ মূল্যঃ
▶১৭৫,০০০/টাকা (এক রুমে ৪-৫ জন)।
*️⃣২০,০০০/ টাকা অতিরিক্ত ( এক রুমে ৩ জন )
*️⃣ ৪৫,০০০/ টাকা অতিরিক্ত ( এক রুমে ২ জন)
♦স্ট্যান্ডার্ড প্যাকেজ মূল্যঃ
▶১৮৫,০০০/টাকা (এক রুমে ৪-৫ জন)।
*️⃣২০,০০০/ টাকা অতিরিক্ত ( এক রুমে ৩ জন )।
*️⃣ ৫৫,০০০/ টাকা অতিরিক্ত ( এক রুমে ২ জন )।
♦️মক্কা হোটেলের ধারণাঃ
♦ সুপার ইকোনমি হোটেলঃ
মানার খায়ের / হানিন আল হায়াহ/ মাতার জুয়ার/
সমমানের হোটেল।
▶দূরত্বঃ ৬০০-৮০০ মিটার।
♦ইকোনমি হোটেলঃ হিজরা মাসি/ জাহারাত মুনশিয়া/ আসালাত মক্কা/
সমমানের হোটেল।
▶দূরত্বঃ ৬০০-৭০০ মিটার।
♦স্ট্যান্ডার্ড হোটেলঃ আয়মন আল হিজরা/ইমার আদ দাহাবি/ ফজল আল বদি ১ / তাহারাত আল মুনসিয়া/ সমমানের হোটেল।
▶দূরত্বঃ ৫০০-৬০০ মিটার।
♦মদীনা হোটেলের ধারণাঃ
▶️ সুপার ইকোনমি হোটেল হোটেলঃ
▶️ নুজুল ইব্রাহিম ১ও২/ কুনুজ তাকওয়া / সমমানের হোটেল।
দূরত্বঃ ৮০০-১০০০ মিটার।
মারকাজিয়ায় বাহিরে।
♦ইকোনোমি ও স্ট্যান্ডার্ড প্যাকেজের মদিনার হোটেলঃ
➡কারাম সিলভার /
সামা গোল্ডেন/ নাদা খলিল / সমমানের হোটেল।
▶দূরত্বঃ ৩৫০-৪৫০ মিটার
♦♦প্যাকেজে যা-কিছু
অন্তর্ভুক্তঃ
▶ সফরের পূর্বে শায়েখ কতৃক উমরাহ পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন।
▶ মক্কা ও মদিনায় ( শায়েখের গুরুত্বপূর্ণ দারসুল প্রোগ্রাম)।
▶ ২ বেলা মানসম্মত খাবার ।
▶– বীমাসহ উমরাহ ভিসা
▶– ইকোনমি ক্লাস রিটার্ন এয়ার টিকেট
▶– মক্কা টু মদিনা বাসের মাধ্যমে যাতায়াত।
▶– মক্কা ও মদীনার দর্শনীয় স্থানসমূহ ভ্রমণ
♦♦প্যাকেজে যা-কিছু
অন্তর্ভুক্ত নয়ঃ
▶ ইফতার।
(হারামাইনে ইফতার করবেন অথবা নিজ দায়িত্বে ইফতার করবেন)।
▶ বিমানবন্দর ও বাসে যাতায়াতের পথের মধ্যে খাবার।
▶ মক্কা ও মদিনায় হোটেলের খাবার পানি। ( নিজ দায়িত্বে সবাইকে জমজমের পানি এনে খেতে হবে)।
▶ মক্কা ও মদীনায়
হোটেলের বাথরুমের বালতি ও মগ।
▶– ব্যাক্তিগত খরচ
▶– মোবাইল/ইন্টারনেট বিল
▶– লন্ড্রি বিল।
▶– যে কোন ধরনের মেডিকেল বিল।
▶– জেদ্দা/তায়েফ/বদর/জিন পাহাড় ইত্যাদি স্থানসমূহ ভ্রমণ।
▶ রিয়াজুর জান্নাহ অনুমোদন নিজ দায়িত্বে এপস থেকে করতে হবে।
👉আপনার আসনটি নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ করুন নিচের নাম্বারে:
01713245777 ( WhatsApp)
01716-493093
অথবা সরাসরি চলে আসুন অফিসে-
♦ অফিসঃ
আজাদ সেন্টার
সুইট ১৬/বি,
৫৫ পুরানা পল্টন।
ঢাকা,১০০০।
♦নারায়ণগঞ্জ অফিসঃ
পুলিশ লাইন
ফতুল্লা, নারায়ণগঞ্জ।
👇উমরাহ এর বুকিং দিতে যা যা প্রয়োজন :
১। সেপ্টেম্বর ৩১, ২০২৪ পর্যন্ত পাসপোর্ট এর মেয়াদ আছে সেই পাসপোর্টের স্ক্যনিং কপি।
2। জনপ্রতি ১০০,০০০ টাকা অ্যাডভান্স বুকিং মানি।
♦বি.দ্র: রমাদান মাসে অনেক বেশি চাহিদার কারনে অনেক আগেই হোটেল নিতে হবে, তা না হলে শেষের দিকে প্যাকেজ অনুযায়ী ভালো মানের হোটেল পাওয়া দুষ্কর, তাই ফেব্রুয়ারী ১৫ এর মধ্যে আসন বুকিং নিশ্চিত করতে হবে।
♦♦উল্লেখ্য যে,
সৌদি সরকারের নতুন কোন আইন,বিমানের টিকেটের অতিরিক্ত
মূল বৃদ্ধি কিংবা হোটেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে এজেন্সি কতৃপক্ষ প্যাকেজের যে কোন পরিবর্তন/পরিমার্জন করতে পারবে।
ধন্যবাদ।
আস সুন্নাহ ট্রাভেলস।